জিপিএস ট্র্যাকিং করে সীতাকুণ্ড থেকে চুরি যাওয়া সিএনজি কুমিল্লায় উদ্ধার, আটক ১

জিপিএস ট্র্যাকিং করে সীতাকুণ্ড থেকে চুরি যাওয়া সিএনজি কুমিল্লায় উদ্ধার, আটক ১
জিপিএস ট্র্যাকিং করে সীতাকুণ্ড থেকে চুরি যাওয়া সিএনজি কুমিল্লায় উদ্ধার, আটক ১

পোস্টকার্ড নিউজ ।।

প্রায় সময় সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটায় সবকটি গাড়ির সাথে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) স্থাপন করেন মালিকরা।

আর এ জিপিএস ট্র্যাকিং করেই রবিবার (৬ নভেম্বর) গভীর রাতে কুমিল্লা থেকে চোর সহ একটি অটোরিকশা আটক করে। আটক ব্যক্তির নাম  গিয়াস উদ্দিন। এ ঘটনায় উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশার মালিক মো. তারেক বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ।

স্থানীয়রা জানান, প্রায় সময় গুলিয়াখালী এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এই কারণে সবকটি গাড়ির সাথে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) স্থাপন করেন মালিকরা।

রবিবার রাত আড়াইটার দিকে এক ব্যক্তি গ্যারেজের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকে দেখেন তিনটি গাড়ি চুরি হয়েছে। তৎক্ষণাৎ গাড়ির মালিকদের খবর দিলে তারা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পান তাদের গাড়িগুলো উত্তর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা আরো দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটর সাইকেল করে তাদের পিছু ধাওয়া করে কুমিল্লা থেকে চোরসহ একটি অটোরিকশা আটক করতে সক্ষম হন। ও অপর একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করে। তবে একটি অটোরিকসা স্টার্ট করতে ব্যর্থ হওয়ায় চোরের দল সেটিকে গ্যারেজের বাইরে কিছু দূরে ফেলে রেখে যায়।

গুলিয়াখালী সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, এ পর্যন্ত অন্তত ৬টি সিএনজি অটো রিকশা ও একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এ কারণে মালিকরা সব গাড়িতে জিপিএস স্থাপন করেন। এ ঘটনায় কুমিল্লা থেকে উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশার মালিক মো. তারেক বাদী হয়ে গিয়াস উদ্দিন ও অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড থানার এসআই মোতাব্বির গাজি বলেন, আটক ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তার নামে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় সে চুরির কথা স্বীকার করেছে। তার সাথে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কুমিল্লা থেকে উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। অপর একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া থানায় রয়েছে। সেটি আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড;