চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো শনিবার থেকে খুলবে

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো শনিবার থেকে খুলবে

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আগামী ২২ আগস্ট শনিবার থেকে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোকে ১৬ টি শর্তে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

আজ বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে গঠিত চট্টগ্রাম জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ চট্টগ্রাম নগর পুলিশ, জেলা প্রশাসন যৌথ সিদ্ধান্তে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, আনোয়ারার পারকি সৈকত, চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্স, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়েরি পার্ক, সীতাকুণ্ড ও বাঁশখালীর ইকো পার্ক, মিরসরাইয়ের মহামায়া লেকসহ সব বিনোদনকেন্দ্র বন্ধ করে দেয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জানান, করোনা প্রতিরোধে ১৬ টি শর্তে আগামী শনিবার থেকে বিনোদন স্পটগুলো উম্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শর্তগুলো অবশ্যই মানতে হবে। অন্যথায় কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।