চট্টগ্রামের পতেঙ্গা বিচকে তামাকমুক্ত করতে প্রচারাভিযান

চট্টগ্রামের পতেঙ্গা বিচকে তামাকমুক্ত করতে প্রচারাভিযান

পোস্টকার্ড ডেস্ক ।।

পতেঙ্গা সমুদ্র সৈকতকে তামাকমুক্ত করতে বছরের প্রথম দিনে প্রচার অভিযান পরিচালনা করেছে উন্নয়ন সংগঠন ইপসা। আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে ২৫ জন স্বেচ্ছাসেবক সৈকত এলাকা থেকে প্রায় সাড়ে তিন কেজি সিগারেটের অবশিষ্টাংশ সংগ্রহ করার মাধ্যমে প্রচারাভিযান পরিচালনা করেন।

এ প্রচারাভিযানে পাবলিক প্লেস হিসেবে সৈকত এলাকায় ধূমপান না করার জন্য ধূমপায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অনুরোধ করা হয়। এছাড়া সিগারেট ফেলে দিলে শুভেচ্ছা হিসেবে চকলেট প্রদান করা হয়। পতেঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) উৎপল বড়ুয়ার হাতে প্রচারাভিযান শেষে ধূমপান থেকে বিরত থাকার সাইনেজ তুলে দেয়া হয়।

ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় স্থান। নতুনভাবে সাজা সৈকতে পুরনো অসুখ থেকে গেছে। ধূমপান করে এবং এর অবশিষ্টাংশ ফেলে অনেকে নষ্ট করছে সৈকতের সৌন্দর্য আর পরিবেশ। তাই আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে পতেঙ্গা সমুদ্র সৈকতকে তামাকমুক্ত রাখতে প্রচারাভিযান পরিচালনা করি। প্রত্যাশা করি, আগামী বছর চট্টগ্রাম শহর হবে সবুজ, পরিচ্ছন্ন ও তামাকমুক্ত নগরী।