চট্টগ্রামে সড়কে শিরিষ গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ, ১ ঘণ্টা পর চলাচল শুরু

চট্টগ্রামে সড়কে শিরিষ গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ, ১ ঘণ্টা পর চলাচল শুরু
চট্টগ্রামে সড়কে শিরিষ গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ, ১ ঘণ্টা পর চলাচল শুরু

পোস্টকার্ড ডেস্ক ।। 

চট্টগ্রামের লালখান বাজার-টাইগারপাস সড়কে শিরিষ গাছ উপড়ে পড়ে একপাশের যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণ করলে ১ ঘণ্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়। শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহত হয়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ পরিচালক নিউটন দাশ বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে বিশাল আকারের গাছটি সড়কে উপড়ে পড়লে চলাচলরত একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয় । এসময় গাছের আঘাতে বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংস্থার সঞ্চালন লাইন ছিঁড়ে চলাচল বন্ধ হয়ে যায় । ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করেছে । তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিএমপির ট্রাফিক দক্ষিণ অফিসের ইন্সপেক্টর (প্রশাসন) অনিল চাকমা বলেন, শিরিষ গাছ উপড়ে পড়ে একপাশে যান চলাচল বন্ধ হলে টাইগারপাস থেকে বহদ্দারহাটমুখী গাড়িগুলো সিআরবি দিয়ে রাস্তা পরিবর্তন করে চলাচল করছে। কিছুক্ষণ পর গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচল করার ব্যবস্থা করে যানজট এড়ানো গেছে।

খালেদ / পোস্টকার্ড ;