চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে ৯ ,সংরক্ষিত কাউন্সিলর ৫৮ ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ২২০ জনের মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে ৯ ,সংরক্ষিত কাউন্সিলর ৫৮ ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ২২০ জনের মনোনয়নপত্র জমা

পোস্টকার্ড ডেস্ক ।।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ মেয়র প্রার্থী, ৫৮ সংরক্ষিত কাউন্সিলর ও ২২০ সাধারণ কাউন্সিলর প্রার্থী ।

এরমধ্যে   বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সাথে নিয়ে  মনোনয়নপত্র জমা দেন  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম।  নেতাকর্মীদের কে সাথে নিয়ে  মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডঃ শাদাত হোসেন  এছাড়া জাতীয় পার্টির সোলায়মান শেঠ সহ ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। 

সিটি নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মেয়র পদে ৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মশৃঙ্খলা মেনেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১ মার্চ মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।’

বিএনপির দাবি টানা বন্ধে ভোটার উপস্থিত কম হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি নির্ভর করে নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের প্রচার-প্রচারণার ওপর।’

উল্লেখ্য, এবার ১১ জন মেয়র পদে, ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৪১ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।