চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে বিশ্বের উন্নততর বিশ্ববিদ্যালয়ের কাতারে সামিল করতে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সমপ্রসারণ এবং উচ্চশিক্ষা ও গবেষণার অধিকতর মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল বুধবার দুপুরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ৫৪তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচক উন্নতিকরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সাড়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্তরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য। এরপর সিনেট কক্ষে কেক কেটে ৫৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।

এসময় চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কাতারে সামিল করতে জ্ঞান-গবেষণার ক্ষেত্র সমপ্রসারণের সাথে সাথে উচ্চশিক্ষা ও গবেষণার অধিকতর মানোন্নয়নের কোন বিকল্প নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সকল ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। একইসঙ্গে করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। করোনায় অনলাইন পাঠদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তার কথা জানিয়ে উপাচার্য বলেন, করোনাকালীন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সচল রাখতে অনলাইনে ক্লাস পরিচালিত হচ্ছে। এছাড়াও অনলাইন ক্লাসে অংশ নেয়ার সুবিধার্থে প্রত্যেক শিক্ষার্থীদের প্রতিমাসে সাশ্রয়ীমূল্যে ১৫জিবি ডাটা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ফাইন্যান্স কমিটির সদস্যবৃন্দ, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ ও ওয়ার্ডেন, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি-কর্মচারী সমিতি-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চবি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে চারুকলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি এলামনাইর সহ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ-সভাপতি আবুল কদর, প্রাক্তন ভিপি ও সাংসদ মহজারুল হক শাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সগীর আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফরিদ উদ্দিন স্বাগত বক্তব্য দেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, অর্থ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, দাউদ আব্দুলাহ লিটন, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, শাহজাহান চৌধুরী, হানিফা নাজিব হেনা, মোহম্মদ ইউছুফ, সামসুর রহমান রাকীব, কামরুন নাহার ঝর্না প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশির কোরান তেলোয়াত ও শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম সম্পাদক কামরুল হাসান হারুন। সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সাকী। শেষে বিশ্ববিদ্যালয় দিবসের স্মারক শুভেচ্ছাস্বরূপ চবি এলামনাইর পক্ষ চবি উপাচার্য ও সাধারণ সম্পাদক চবিয়ানদের পক্ষে কেক কাটেন।

এর আগে দুপুরে বাদ যোহর চট্টশ্বরীস্থ এলামনাই অফিস সংলগ্ন মসজিদে করোনাকালে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, কোরান খতম ও বিশেষ মোনাজাত করা হয়। এতিম শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

চবি ২১ তম ব্যাচ : চবি ২১ তম ব্যাচ গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস মিলনায়তনে কেক কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে আলোচনায় অংশ নেন- ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, চবি ইংরেজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, মহিউদ্দিন বাদল, পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোহাম্মদ মুসা, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, সিজেকেএসের কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন জাহাঙ্গীর, সালাউদ্দিন মো. রেজা, ড. সামছুদ্দিন আজাদ, শফিউল আলম ভুঁইয়া, চবি ডেপুটি রেজিস্টার আকবর হোসেন চৌধুরী, অধ্যাপিকা সুস্মিতা সুলতানা, শিল্পী সরকার, একরামুল হক আজাদ, মো. আবুল হাসেম, অধ্যাপক রনজন বনিক, জহিরুল ইসলাম হেলাল, মুজিবুর রহমান, অধ্যাপক আবুল হাশেম, মামুন সরোয়ার, অ্যাড. মীর আহমদ মিন্টু, শিল্পী চৌধুরী, অধ্যাপক অহিদুল, অধ্যাপক স্বপন মাহমুদ, সাইফুল্লাহ শফী, অধ্যাপক শোভন চৌধুরী প্রমুখ।