চট্টগ্রাম পুলিশ নাশকতা এড়াতে সতর্ক

চট্টগ্রাম পুলিশ নাশকতা এড়াতে সতর্ক
চট্টগ্রাম পুলিশ নাশকতা এড়াতে সতর্ক

নিজস্ব প্রতিবেদক।।

শোকাবহ আগস্ট এবং ঈদকে কেন্দ্র করে নাশকতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি ধর্মীয় উপসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাখা হয়েছে সার্বক্ষণিক পুলিশ পাহারা। সেই সাথে চলছে সারপ্রাইজিং চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন যানবাহন তল্লাশি।

হঠাৎ করেই নগরীর বিভিন্ন মন্দির, প্যাগোডা এবং গির্জার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে এসব ধর্মীয় উপাসনালয়ে। সে সাথে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের স্থাপনাগুলোতেও।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান বলেন, আগস্ট ও ঈদকে কেন্দ্র করে যাতে নগরীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চট্টগ্রাম বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা এড়ানোর অংশ হিসেবে দুদিন আগেই পুলিশ হেডকোয়ার্টার থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়, সবগুলো পুলিশ ইউনিটে। এরপরই নগর জুড়ে শক্ত অবস্থান নিতে শুরু করে।

এদিকে সোমবার সকাল থেকে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সারপ্রাইজিং চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশি করছে পুলিশ।

সিএমপি’র উপ-কমিশনার এসএম মেহেদী হাসান বলেন, আমরা ধর্মীয় এলাকায় নিরাপত্তা চেক বসিয়েছে। সে সাথে আমাদের থানা সমূহে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে চট্টগ্রামের একটি পুলিশ বক্সে রিমোট নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলো জঙ্গিরা। যেখানে পুলিশসহ বেশক’জন আহত হয়েছিলো।