চট্টগ্রামে নতুন করে আরও ১৬৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩০ হাজার ৭৯৩ জন

চট্টগ্রামে নতুন করে আরও ১৬৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩০ হাজার ৭৯৩ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে । এর মধ্যে নগরে ১৩৮ জন এবং উপজেলাগুলোতে ২৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩০ হাজার ৭৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

সোমবার (৪ জানুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৬৮ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩০৭৯৩ জন। এর মধ্যে নগরে ২৩৮৪৮ জন এবং উপজেলায় ৬৯৪৫ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৪৩ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৪৭৩ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৩১৬ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৫৭ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ৯২ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৯৭ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ৩৪ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ৩৩ টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ২৬ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৫৬ এবং উপজেলায় ১০৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৮ হাজার ৩২০ জন।