‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’ এর আত্মপ্রকাশ

‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’ এর আত্মপ্রকাশ
‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’ এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামের মেয়েরা তথ্য প্রযুক্তির যুগে অনলাইন মাধ্যমকে ব্যবহার করে বানিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে । ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে অনলাইন বাজারকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে ও নারীদের অধিকার সুরক্ষায় আত্মপ্রকাশ করলো ‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এ কমিটি গঠন উপলক্ষ্যে চট্টগ্রামের নেতৃত্ব প্রদানকারী উদ্যোক্তাদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে ভোটাভোটিতে ১১সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠিত হয়। ‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’এ প্রেসিডেন্ট পদে আফরোজা সুলতানা পূর্নিমা ও সেক্রেটারী পদে নিলুফার খান নিলফার খান নিলু নির্বাচিত হয়।

কমিটির অন্যান্যরা হলো -সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রিয়াংকা পাল প্রিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, ভাইস প্রেসিডেন্ট হৈমন্তি আক্তার, জয়েন্ট সেক্রেটারী শাহ নিঝুম খাঁন, কালচারাল সেক্রেটারী ফাতেমা নুরী, অর্গানাইজার সেক্রেটারী তমা , ফাইন্যান্স সেক্রেটারী নিকিতা খান, অফিস সেক্রেটারী শেখ রুফু মুন্না রুফু, পাবলিকেশন সেক্রেটারী ইফরাত আরা রিয়া। কমিটির মেয়াদকাল হবে ১ বছর এবং প্রেসিডেন্ট/সেক্রেটারী পদে দু’বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না এমন সিদ্ধান্ত গৃহীত হয়।