সেভ দ্যা হিউমিনিটি- বাংলাদেশের সীতাকুন্ড শাখার জরুরী সভা অনুষ্ঠিত

সেভ দ্যা হিউমিনিটি- বাংলাদেশের সীতাকুন্ড শাখার জরুরী সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ।।

৪ জানুয়ারী ২০২০ ইং শনিবার সকাল ১০ ঘটিকায় সীতাকুন্ডস্হ ঐতিহ্যবাহী বর্ণালী ক্লাবের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার সংগঠন সেভ দ্যা হিউমিনিটি - বাংলাদেশ,সীতাকুন্ড উপজেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সেভ দ্যা হিউমিনিটি - বাংলাদেশ, সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শিবলীর উপস্হাপনায় এতে আমন্ত্রিত অতিথি বিশেষ ছিলেন সংগঠনের সমন্বয়কারী ও জেলা সেভ দ্যা হিউমিনিটি- বাংলাদেশ, চট্টগ্রাম জেলার যুগ্ন- সম্পাদক, বিআরডিবির সাবেক চেয়ারম্যান বাবু মৃণাল কান্তি বিশ্বাস, সংগঠনটির উপদেষ্টা বিশেষ আমন্ত্রিত অতিথি মোঃ রফিক মিয়া।

বক্তব্য রাখেনঃ সেভ দ্যা হিউমিনিটি বাংলাদেশ- সীতাকুন্ড উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি, শিক্ষিকা শামীমা আক্তার লাভলী, সহ-সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, বাবু স্বপন কুমার নাথ, দপ্তর সম্পাদক - ব্যাংকার ওমর ফারুখ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক বন্দনা রানী দেবী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার নীলু, শিশু বিষয়ক সম্পাদক আলেয়া বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কাউছার নাজিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক রিজিয়া বেগম মেম্বরসহ প্রমুখ নেতৃনৃন্দগণ।

সভায় আগামী ২৪ জানুয়ারী শুক্রবার সংগঠনের অভিষেক অনুষ্ঠান করবার জন্য নীতিগত স্বিদ্ধান্ত গৃহীত হয়। অভিষেক অনুষ্ঠান সফলভাবপ সম্পন্ন করবার লক্ষ্যে সংগঠনের সহ-সভাপতি স্বপন কুমার নাথকে আহ্বায়ক করে কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো ও জিল্লুর রহমান শিবলীকে যুগ্ন আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্য সচিব করে অস্হায়ী 'অভিষেক উদযাপন পরিষদ' গঠন করা হয়। এছাড়া অভিষেক অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখবার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী ও পদক্ষেপ গৃহীত  হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রিন্সিপ্যাল আবুল কাশেমের মাতা জরিফা খাতুনের মায়ের মৃত্যূতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনসহ বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন সমাপনী বক্তৃতায় সীতাকুন্ড সেভ দ্যা হিউমিনিটি- বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা শাখার সমন্বয়কারী বাবু মৃণাল কান্তি বিশ্বাসসহ উপস্হিত সকল নেতৃবৃন্দের সকল কড়মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনাদের মাধ্যমে সীতাকুন্ডের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘজীবি হবে ইনশাল্লাহ।।