গ্রীসে মিয়ানমারের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গ্রীসে মিয়ানমারের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ
গ্রীসে মিয়ানমারের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

পোস্টকার্ড ( প্রবাস) ডেস্ক ।।

জাতিসংঘের আর্ন্তজাতিক আদালতে মিয়ানমারের বিচার, রোহিঙ্গা নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে গ্রীসের রাজধানী এথেন্সে  সমাবেশ ও মানবন্ধন করা হয়েছে। এথেন্সের সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গ্রীসের বর্ণবৈষম্য বিরোধী সংগঠন ইউনাইটেড মুভমেন্ট এগেইনস্ট রেসিজম এবং ফ্যাসিজমসহ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের নির্বিচারে মানব হত্যায় সারা পৃথিবী আজ লজ্জিত। মিয়ানমার সে দেশের রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়াসহ পৈশাচিক, বর্বর আচরণ করে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ দশ লাখেরও বেশী রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। মিয়ানমার তাদের ফেরত নিচ্ছে না। গণহত্যার জন্য মিয়ানমারের বিচার হতে হবে।

প্রতিবাদ সমাবেশে গ্রীসে বসবাসকারী বাংলাদেশ, ফিলিপাইন, মিশর, ভারত, পাকিস্থান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, জেলা ও বিভাগ ভিত্তিক আঞ্চলিক সংগঠন, নারী নেতৃবৃন্দ অংশ নেয়। এথেন্সে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান দোয়েল একাডেমী এবং বাংলা-গ্রীক শিক্ষা কেন্দ্র এর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকমন্ডলী অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে গ্রীসের সংসদ ভবন সিনতাগমার সামনে মানববন্ধন এবং প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করা হয়। পরে জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনের প্রতিনিধি কার্যালয়ে একটি স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সভাপতি আহসানউল্লাহ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগ গ্রীসের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, এথেন্স সিটি করপোরেশন কাউন্সিলর পেতরোস কোসটানটিনোস, গ্রীসের প্রধান বিরোধী রাজনৈতিক দলের কো-অর্ডিনেটর ফানিস পাপাডোপুলোস, থেওদোরোস মানদিলারাস, ইয়োরগোস দালাস প্রমুখ।