গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে
গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

পোস্টকার্ড ডেস্ক ।।

সারাদেশে সব ধরণের গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত নেয়। তবে পণ্য পরিবহন, ঔষধ, পঁচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার দুপুরে সংসদ ভবনের নিজ বাসায় এক অনলাইন বার্তায় এ সিদ্ধান্ত মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি দিয়ে লাইসেন্স নবায়ন করা যাবে। ৩০ জুন পর্যন্ত এ সুযোগ দেওয়া হয়েছে।’

গণপরিবহন বন্ধ থাকার এই সময়ে কোনো পণ্যবাহী পরিবহনে মানুষ বহন করা যাবে না বলেও জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাধারণ ছুটি ৪ এপ্রিলের পরে ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। জরুরি পরিষেবা ছাড়া অন্য সবকিছু এই সময়ে বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। ঘরে থাকার জন্য সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হতে। বাইরে জনসমাগম কমাতে প্রশাসনের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।