করোনায় আক্রান্ত সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ ৮ জন

করোনায় আক্রান্ত সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের  ৪ চিকিৎসকসহ ৮ জন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

করোনায় আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ ৮ জন । এতে হাসপাতালে বিভিন্ন রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মাস্ক এবং হাসপাতালের স্থাপিত বেসিনে হাত ধোয়া নিশ্চিত করতে অনুরোধ করেছেন। এছাড়া সামজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে শৃংখলার সাথে চিকিৎসা সেবা নিতে বলেছেন।

জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসক ও কর্মচারীদের করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এতে ৪ চিকিৎসকসহ কমপ্লেক্সেও আটজনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত চিকিৎসকরা হলেন- ডা. আবু নাসের, মো. ফয়সাল রেজা, ডা. রিজিয়া আফরীন, ডা. সাহেদুল কবির। এছাড়া গাড়ির চালকসহ আরো ৪জন কর্মচারী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালটিতে অনেকটা সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে।