করোনার ঝুঁকি এড়াতে আনোয়ারায় ইউএনও’র গণবিজ্ঞপ্তি জারি

করোনার ঝুঁকি এড়াতে আনোয়ারায় ইউএনও’র গণবিজ্ঞপ্তি জারি

আনোয়ারা প্রতিনিধি।।

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে আনোয়ারায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের ফেইসবুক আইডির মাধ্যমে গণবিজ্ঞপ্তিটি জারি করেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সকল ধরণের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, হাট-বাজার, ধর্মীয় সমাবেশ, খেলা ধূলা, সাংস্কৃতিক কর্মকান্ড, চায়ের দোকান, হোটেল রেস্তোরাঁয় আড্ডাসহ গণ জমায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। কাঁচা বাজার, মুদীর দোকান, সার-বীজের দোকান বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।

ওষুধের দোকান, হাসপাতাল ও চিকিৎসকের চেম্বার সার্বক্ষণিক খোলা থাকবে। কেউ জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজ পত্র সঙ্গে রাখতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখাতে হবে। সকল প্রকার অটো-রিকশা,সিএনজি বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।