করোনা পরিক্ষার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুুথ দিলেন দিদারুল আলম এমপি

করোনা পরিক্ষার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুুথ দিলেন দিদারুল আলম এমপি

পোস্টকার্ড প্রতিবেদক ।।

কোন ভাবেই যেন মহামারী আকারে ধারণ করা করোনাকে রোধ করা যাচ্ছে না। সীতাকুণ্ড উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ উপরে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যান অন্তত ৫০ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মারা যান দুই জন।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় নেতৃস্থানীয় নেতাকর্মীরা জনগণের করোনা শনাক্তের জন্য চিকিৎসকদের নানা ভাবে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে এসেছেন। চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলম তার‌ই একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন। তিনি কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হ‌ওয়ার পর থেকেই নিজের সংসদীয় এলাকা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার জনগণকে নানাভাবে সহযোগিতা করে আসছেন। হাজার হাজার মানুষকে খাদ্য সামগ্রী উপহার সহযোগিতা সহ বিভিন্ন হাসপাতাল ও সেবা মূলক প্রতিষ্ঠানকে চিকিৎসাসেবায় নানা রকম চিকিৎসা উপকরণ দিয়ে আসছেন।আর এই ধারাবাহিকতায় শুক্রবার ৫ জুন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীদের শনাক্তকরণের চিকিৎসকদের জন্য ২ টি কোভিড-১৯ স্যাম্পল টেস্ট বুথ প্রদান করেন।

এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, এই বুথে ডাক্তার ও রোগিরা নিরাপদ দুরত্বে থেকে আক্রান্ত রোগী থেকে নমুনা সংগ্রহ করতে পারবেন।

এতে করে চিকিৎসকদের আক্রান্ত রোগী থেকে নমুনা সংগ্রহের ঝুঁকি অনেকটা কমে আসবে। শনিবার থেকে এই বুথে থেকে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।