কুমিরা-সন্দ্বীপ নৌপথে বিকল্প জেটি নির্মাণ শুরু 

কুমিরা-সন্দ্বীপ নৌপথে বিকল্প জেটি নির্মাণ শুরু 
সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ নৌপথে বিকল্প জেটি নির্মাণ শুরু 

পোস্টকার্ড ডেস্ক ।। 

পুরোনো জেটি ভেঙে পড়ার ছয় দিন পর কুমিরা-সন্দ্বীপ নৌপথে বিকল্প জেটি নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত বুধবার নতুন এই জেটি তৈরির কাজ শুরু করে ।নতুনভাবে শুরু করা প্রায় ৬ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যর এই জেটির কাজ আগামী ১০ দিনের মধ্যে শেষ করবেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান।

আশরাফুজ্জামান জানান, ১৩ মে কুমিরা-গুপ্তছড়া নৌপথের কুমিরা অংশের জেটির সিঁড়ি ভেঙে সাগরে পড়ে যায়। পাশাপাশি জেটির পশ্চিমাংশের ৩৬টি পিলারের নিচের মাটি সরে গিয়ে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ জেটিতে যাত্রী চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি জেটির প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরো জানান , বুধবার থেকে সন্দ্বীপ অংশের মতো পুরোনো জেটির পাশে আনুমানিক ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের আরেকটি নতুন জেটি নির্মাণে সরঞ্জাম আনা হয়েছে। সাগরে জোয়ার থাকায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগামী ১০ দিনের মধ্যে নতুন জেটির নির্মাণকাজ শেষ করে তা যাত্রী চলাচলে উন্মুক্ত করার কথা জানান তিনি ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেক বলেন, কুমিরা ঘাটের জেটিটি নড়বড়ে হয়ে যাওয়ায় ঈদের আগেই যাত্রীদের উদ্দেশ সতর্কীকরণ নোটিশ দিয়েছিলাম। জেটির ৩৬টি পিলারের নিচের মাটি সরে গিয়ে নড়বড়ে হওয়ার পাশাপাশি ১৩ মে জেটির শেষপ্রান্তের সিঁড়ি ভেঙে যায়। এরপর যাত্রী পারাপারে জেটির প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। তবে পারাপারে দুর্ভোগে থাকা যাত্রীদের কষ্ট লাঘবে বিকল্প জেটি নির্মাণের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। নতুনভাবে নির্মিত এ জেটির প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ৩৫-৪০ লাখ টাকা; যা আগামী ১০ দিনের মধ্যে শেষ করা হবে।

খালেদ /পোস্টকার্ড;