যুবলীগ কর্মী হত্যা ঘটনায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ৫ 

যুবলীগ কর্মী হত্যা ঘটনায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ৫ 
যুবলীগ কর্মী হত্যা ঘটনায় সীতাকুণ্ডে গ্রেপ্তার ৫ 

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডে যুবলীগ কর্মী মো. ইউসুফ হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন রাতে ১০ জনের নাম উল্লেখ করে এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মদীন উল্লাহ।

গ্রেপ্তাররা হলেন— সীতাকুণ্ড পৌরসভা ১ নম্বর ওয়ার্ড এয়াকুবনগর এলাকার মো. মুছার ছেলে মো. সাহেদ, একই এলাকার গোলালুর রহমানের ছেলে মো. সাহাব উদ্দিন, সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকার আবুল কালামের ছেলে মো. কামরুল ইসলাম, শেখ পাড়া এলাকার মো. আবুল হাসেমের ছেলে মো. জাহিদুল ইসলাম, কালাবাড়িয়া এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে মো. কামাল হোসেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সোমবার রাতে নিহতের বাবা ১০ জনকে এজাহারনামীয় আসামি ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। মামলার পরপর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারেও আমাদের অভিযান চলছে।

গত রবিবার সন্ধ্যায় বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোলিয়াম নামক একটি তেলের পাম্পের পার্শ্ববর্তী মিদুলা হোটেলে বসে নাস্তা করছিলেন ইউসুফসহ কয়েকজন। এ সময় ২০-২৫ জন দুর্বৃত্তেরএকটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউসুফ দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় দুর্বৃত্তরা তাকে উপর্যপুরি কুপেয় চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালেদ  / পোস্টকার্ড ;