এসকেএফ নয় সবার আগে রেমডিসিভির উৎপাদন করেছে বেক্সিমকো !

এসকেএফ নয় সবার আগে রেমডিসিভির উৎপাদন করেছে বেক্সিমকো !
এসকেএফ নয় সবার আগে রেমডিসিভির উৎপাদন করেছে বেক্সিমকো !

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকরী হিসেবে প্রমাণিত ঔষধ রেমডিসিভির বাংলাদেশে সবার আগে উৎপাদনে করেছে বলে শুক্রবার ঘোষণা দেয় দেশের অন্যতম শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসকেএফ। তবে একদিন পর ওই তথ্যকে 'বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল' দাবি করে আরেক শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি বেক্সিমো দাবি করেছে, বাংলাদেশে তারাই সবার আগে এই ঔষধ উৎপাদন করেছে।

শনিবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে এর স্বপক্ষে যুক্তি দেয় বেক্সিমকো।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশে বেক্সিমকো ফার্মাই প্রথম এই জেনেরিক ওষুধ উৎপাদন করেছে। শুধু তা-ই নয়, বেক্সিমকো ফার্মাই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কোম্পানি যারা ওষুধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএ) পরীক্ষা ও অনুমোদনের জন্য এই জেনেরিক ওষুধের চূড়ান্ত নমুনা জমা দিয়েছে।"

এর স্বপক্ষে যুক্তি দিয়ে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই ওষুধ উৎপাদনের পর সকল প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ৭ মে ওষুধ প্রশাসন অধিদপ্তরে পরীক্ষা ও অনুমোদনের জন্য চূড়ান্ত নমুনা জমা দেয় বেক্সিমকো ফার্মা। কোনো কোম্পানি বাংলাদেশ বা বিশ্বজুড়ে কোনো ওষুধ সরবরাহ করার আগে এই অনুমোদন গ্রহণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক।"

"অনেক আগে রেমডেসিভির উৎপাদন করলেও এর ঘোষণা দেওয়া থেকে বিরত থাকে বেক্সিমকো ফার্মা, কেননা আমরা মনে করেছি যে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক যাচাইবাছাই ও কার্যকারিতার পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে এ ধরণের ঘোষণা দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক হতো; পাশাপাশি জনগণকেও বিভ্রান্ত করতো।"

সামগ্রিক বিষয়টি স্পষ্ট করতে ও বিভ্রান্তি দূর করতে, বৃহত্তর জনস্বার্থে এই প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে বলে দাবি করেছে বেক্সিমকো।