এলাকাবাসির দায়িত্ব গ্রামকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা : তথ্যমন্ত্রী

এলাকাবাসির দায়িত্ব গ্রামকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা : তথ্যমন্ত্রী
এলাকাবাসির দায়িত্ব গ্রামকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা : তথ্যমন্ত্রী

নাজিরহাট প্রতিনিধি ।।

ড. হাসান মাহমুদ বলেছেন, প্রাচীর নয় বিদ্যালয়ের চর্তুদিকে সুন্দর করে নানা জাতের গাছের চারা লাগান এতে বিদ্যালয়ের সৌন্দ্যর্য বৃদ্ধি পাবে, কোন সীমানা প্র্রাচীর লাগবে না। সে সাথে সড়কের দুই পাশেও গাছের চারা লাগান। স্কুলের উন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে কথা বলেছি, আপনার অচিরে সু-খবর পাবেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, নিজের গ্রামের প্রতি সবাই দায়িত্ব পালন করে, নিজের গ্রামের প্রতি দায়িত্ববোদ পালনে অবহেলা হলে নিজের গ্রামের মানুষ অভিমান করে আর শ্বশুর বাড়ির গ্রামের প্রতি দায়িত্ব পালন না হলে ঘরের মধ্যে খবর আছে সুতারাং অনেক দাবী দাওয়া হয়েছে। এ সব উন্নয়নে স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সাথে আলাপ করে কাজ করা হবে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার গ্রাম সুন্দর, আমার শ্বশুর বাড়ির গ্রামও সুন্দর। আমার গ্রামের বাড়ির নাম সুখ বিলাস, শ্বশুর বাড়ির নাম সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর। সুন্দরপুরকে সাজিয়ে রাখার দায়িত্ব সুন্দরপুরবাসীর। আমি আপনাদের দুলাভাই হিসেবে আপনাদের জন্য আমার দরজা উম্মুক্ত। গত গত ৩০ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন, তথ্য মন্ত্রীর সহধর্মীনি নূরাইন ফাতেমা। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চণের সভাপতিত্বে ও জিয়া উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইচ চেয়ারম্যান এড্যা. সালামত উল্লাহ চৌধুরী শাহিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানা ওসি বাবুল আক্তার, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মো. শাহনেওয়াজ, এমদাদুল ইসলাম চৌধুরী, এড. রেজাউল করিম, মুক্তিযুদ্ধা খায়রুল বশর, বখতিয়ার সাইদ ইরান, নাজিম উদ্দীন মুন্সি প্রমুখ।