একাদশে শেষ ধাপে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার থেকে

একাদশে শেষ ধাপে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার থেকে
একাদশে শেষ ধাপে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার থেকে

শিক্ষাঙ্গন ডেস্ক ।।

শেষবারের মতো মাধ্যমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।চতুর্থ ধাপে যারা পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি এবং কলেজ পায়নি তাদের এই সুযোগ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। এই আবেদন চলবে ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত।আবেদন যাচাই-বাছাই করা হবে ২৩ মার্চ। ফল প্রকাশ করা হবে ২৪ মার্চ রাত ৮টায়। ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। এই ধাপের পর কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ ৫ম ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন শিক্ষার্থী কলেজে বিদ্যমান আসনসংখ্যা অনুযায়ী সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। এই ধাপে যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা করলেও কলেজ সিলেকশন পায়নি তারা আবেদন করবে। একই সঙ্গে কোন কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও ৭ মার্চের মধ্যে নিশ্চয়ন করতে পারেনি কিংবা ভর্তি হতে পারেনি তারাও এ সুযোগ পাবে।

খালেদ / পোস্টকার্ড ;