একই টিকিট দুইবার বিক্রি, সহজ'কে ২ লাখ টাকা জরিমানা

একই টিকিট দুইবার বিক্রি, সহজ'কে ২ লাখ টাকা জরিমানা
একই টিকিট দুইবার বিক্রি, সহজ'কে ২ লাখ টাকা জরিমানা

পোস্টকার্ড নিউজ।।

দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়মের অভিযোগ ওঠে এসেছে রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির অংশীদার প্রতিষ্ঠান সহজ ডটকমের বিরুদ্ধে। আবারও টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজিৎ সাহা নামের একজন সহজ ডটকমের বিরুদ্ধে ট্রেনের এক টিকিট দুজনের কাছে বিক্রির অভিযোগ করেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় সহজকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

এরআগেও সহজের নামে নানা অভিযোগ পাওয়া যায়। সহজকর্মীদের বিরুদ্ধে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ পাওয়ায় এক কর্মীকে চাকরিচ্যুত করে সংস্থাটি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর গত জুলাইয়ে ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। রনির অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে সময় সহজকে ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবশ্য পরে উচ্চ আদালত এ জরিমানা স্থগিত করে।

খালেদ / পোস্টকার্ড ;