এক শিশুসহ চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

এক শিশুসহ চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ।।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১২ এপ্রিল) রাত ৯টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। তিনি জানান, আক্রান্ত ৬ জনের মধ্যে একটি শিশু এবং একজন পুলিশ সদস্যও রয়েছেন। নতুন করে আক্রান্ত এই ৬ জনের সবাই পুরুষ। এদের মধ্যে ৫ জন চট্টগ্রামের।

নতুন করে আক্রান্ত হওয়া এই ৬ জনের একজন নগরের জিইসি মোড়ের বাসিন্দা। তিনি একজন পুলিশ সদস্য। তার বয়স ৫৫ বছর। বাকি ৫ জনের মধ্যে দুজন সাতকানিয়ার বাসিন্দা। এদের একজন সাতকানিয়া ১ নং ওয়ার্ডের এবং অন্যজন চৌধুরী পাড়ার। পটিয়া ১ নং ওয়ার্ডের এক শিশুর শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এছাড়া পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ফৌজদারহাটের একজনকে। অন্যদিকে বিটিআইডিতে আসা নমুনায় লক্ষ্মীপুরের এক ব্যক্তিকে করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন করে আক্রান্ত হওয়া এই ৬ জনের মধ্যে পটিয়ার আক্রান্ত রোগীটি ছয় বছরের শিশু বলে জানা গেছে। বাকিদের মধ্যে ফৌজদারহাটে আক্রান্ত ব্যক্তির বয়স ৪৬ বছর। সাতকানিয়ার একজন ১৯ বছর ও অপরজন ৩৪ বছর বয়সী। অন্যদিকে লক্ষ্মীপুরের রামগতির আক্রান্ত ব্যক্তির বয়স ৫২ বছর।

এছাড়া চট্টগ্রামে প্রথমবারের মত শনাক্ত ব্যক্তির নমুনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বার তার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

রোববার বিআইটিআইডির ল্যাবে মোট ৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।