এক চিকিৎসকসহ কক্সবাজারে করোনা শনাক্ত ১১, ৯ জনই চকরিয়ার

এক চিকিৎসকসহ কক্সবাজারে করোনা শনাক্ত ১১, ৯ জনই চকরিয়ার

কক্সবাজার প্রতিনিধি।।

আজ মঙ্গলবার (৫ মে) কক্সবাজারে একদিনে এক চিকিৎসকসহ আরো ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ৯ জন চকরিয়ার, ১ জন পেকুয়ার এবং অপরজন কক্সবাজার সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট।

এ নিয়ে কক্সবাজারে করোনারোগীর সংখ্যা দাঁড়াল ৫০ জনে যার মধ্যে মারা গেছেন একজন এবং সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ৮ জন। বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজের আইইডিসিআর ল্যাবে মঙ্গলবার ১৮৪ জনের করোনা পরীক্ষা হলেও অন্যদের রিপোর্ট নেগেটিভ আসে।

আজ করোনা শনাক্ত চিকিৎসককে চট্টগ্রামে জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হচ্ছে।

তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ চেম্বারে রোগী দেখতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন।

তিনি জানান, এনিয়ে কক্সবাজারে ৩ জন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো যাদের ২ জন টেকনাফের নারী চিকিৎসক। তারা টেকনাফের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন এবং দ্বিতীয় পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে।

কক্সবাজারে করোনায় রামুর এক বৃদ্ধা নারী মারা গেছেন।

কক্সবাজারের প্রথম করোনারোগী শনাক্ত হয় ২৪ মার্চ। তিনি সুস্থ হয়ে গত ৫ এপ্রিল থেকে নিজ বাড়িতে রয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজের আইইডিসিআর-এর ল্যাবে গত ২ এপ্রিল করোনা পরীক্ষা শুরু হয়।