আমেরিকা শক্তিশালী হবে মুসলিমদের সঙ্গে নিয়ে : সিনেটর

আমেরিকা শক্তিশালী হবে মুসলিমদের সঙ্গে নিয়ে : সিনেটর
যুক্তরাষ্ট্রে ওমর ইসলামিক সেন্টার ও মসজিদের উদ্বোধন করেন কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় স্টেট সিনেটর ম্যাট লেজার। ছবি : সংগ্রহ

কৌশলী ইমা,নিউইয়র্ক ।।

মুসলিমরা যুক্তরাষ্ট্র সৃষ্টির আগে থেকেই বসবাস করছে সেখানে। তাই তাদের সঙ্গে কাজ করলে আমেরিকা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় স্টেট সিনেটর ম্যাট লেজার।

শুক্রবার কানেকটিকাটের মিডলটাউন শহরে নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিনেটর ম্যাট লেজার বলেন, ‘আমেরিকা সৃষ্টির আগে থেকেই এ দেশে মুসলমানরা আসতে শুরু করেছেন। তাই ঐক্যবদ্ধ হয়ে তাদের সঙ্গে কাজ করতে পারলে আমেরিকাকে আরও উন্নত ও শক্তিশালী করে গড়ে তোলা সম্ভব হবে।’

এ সময় মিডলটাউনে ওমর ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ বেদিরের প্রচেষ্টায় মসজিদটি উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বলে জানান মিডলটাউনের মেয়র বেন ফ্লোরসেইন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মুসলমানরা আসতে শুরু করেছেন ১৭৩০ সাল থেকে। তখনও আমেরিকা আবিষ্কার হয়নি। মিডলটাউনে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে। সেই মোতাবেক তাদের ধর্মীয় উপসানালয় গড়ে উঠবে এটাই স্বাভাবিক। আমি মিডলটাউনের পক্ষ থেকে তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।’

ওমর ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও মসজিদের ইমাম আহমেদ বেদির বলেন, ‘পাশের শহর ক্রোমওয়েল আমরা আগে মসজিদটি নির্মাণের প্রচেষ্টা চালিয়েছিলাম। নানা জটিলতার ফলে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে মসজিদে সর্বদেশীয় ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি নতুন প্রজন্মের শিশুকিশোরদের ধর্মশিক্ষা প্রদান করা হবে।’

এ সময় মুসলমানদের ছুটির দিনগুলোতে কানেকটিকাটের স্কুলগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করার দাবি জানান আহমেদ বেদির। সিনেটর ম্যাট লেজার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

ক্রোমওয়েলের প্লানিং ও জোনিং কমিশনের নির্বাচিত বাংলাদেশি সদস্য মো: নাজমুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নিজ বক্তব্যে তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেছি। মসজিদ নির্মাণের পর বাংলাদেশি মসজিদের ওপর কোনো প্রভাব পড়বে না। মসজিদটির পরিচালনা করছেন মধ্যপ্রাচ্যের মুসলিম কমিউনিটি। তারা বাংলাদেশিদের কোনো কাজেই কোনো প্রতিদ্বন্দ্বি নন। মুসলমান সে তো মুসলমানই, হোক না অন্য দেশের ধর্মীয় কাজে সব মুসলমানদের সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশি কমিউনিটির আরিফুল ইসলাম নিপুন ও নিপু।