আনোয়ারার অধিকাংশ মার্কেট প্রশাসন বন্ধ করে দিল

আনোয়ারার অধিকাংশ মার্কেট প্রশাসন বন্ধ করে দিল

আনোয়ারা প্রতিনিধি।।

আনোয়ারার অধিকাংশ মার্কেট স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা করার কারণে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে আনোয়ারা সদর, চাতরী চৌমুহনী, বটতলী রুস্তমহাট ও কাফকো সেন্টারের অন্তত ডজনখানেক মার্কেট পরিদর্শন করে প্রশাসন। এ সময় সরকার নির্ধারিত ১২টি নির্দেশনার প্রতিফলন না পেয়ে ভ্রাম্যমাণ আদালত মার্কেটগুলো বন্ধ করে দেয়।

বন্ধ হওয়া মার্কেটের মধ্যে রয়েছে বটতলী রুস্তমহাটের আলোচিত হাজী ইমাম শপিং সেন্টারও। এই মার্কেটটি ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু একদিন পরেই তা খুলে দেওয়া হয়। এ নিয়ে গতকাল শুক্রবার দৈনিক আজাদীর তৃতীয় পৃষ্ঠায় সংবাদ প্রকাশ করা হয়। এরপরই আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বন্ধ হওয়া মার্কেটের মধ্যে রয়েছে চাতরী চৌমুহনীর মা মার্কেট, আমিন শপিং কমপ্লেঙ, আবুল হোসেন মার্কেট, বন্দর সেন্টার ইত্যাদি। অভিযানে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা সহায়তা করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, গতকাল বেচাকেনা পর্যবেক্ষণ করতে গেলে দেখা যায়, ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানছেন না। স্বাস্থ্য বিধি না মানায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, অভিযানে অধিকাংশ মার্কেটে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়। যার কারণে করোনা আক্রান্তের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।