আধুনিক রাষ্ট্র গড়তে হবে বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে : মুনীর চৌধুরী

আধুনিক রাষ্ট্র গড়তে হবে বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে : মুনীর চৌধুরী
আধুনিক রাষ্ট্র গড়তে হবে বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে : মুনীর চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন । গতকাল রবিবার রাঙ্গুনিয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এক বিশেষ সভায় তিনি এ আহ্বান জানান।

মুনীর চৌধুরী বলেন, ‘আধুনিক প্রযুক্তির প্রয়োগ ছাড়া কৃষি, মৎস্য, গবাদি পশুসহ কোন ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়। জিন প্রযুক্তির প্রয়োগ করে খাদ্য, মৎস্য ও সবজি উৎপাদনে বিপ্লব এসেছে। জ্ঞান-বিজ্ঞান আল্লাহ তা’য়ালার অপূর্ব নিয়ামত যার যথার্থ ব্যবহারের মাধ্যমে জাতির ভাগ্য উন্নয়ন সম্ভব। তবে এর সঙ্গে অবশ্যই নৈতিকতা থাকতে হবে। জ্ঞান-বিজ্ঞানে আমরা যতই সফলতা অর্জন করি না কেন, নীতি-নৈতিকতা ও সততা না থাকলে সব অর্জন বৃথা হয়ে যাবে এবং সকল উন্নয়ন ভঙ্গুর হয়ে যাবে’।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার প্রায় সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে মুনীর চৌধুরী উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন করেন এবং ক্লাবের জন্য কিছু বিজ্ঞান বিষয়ক বই উপহার দেন। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা মুনীর চৌধুরীকে স্বাগত জানান।