অবৈধ ঔষুধ উৎপাদন ও বিক্রি, মালিকের কারাদণ্ড

অবৈধ  ঔষুধ উৎপাদন ও বিক্রি, মালিকের কারাদণ্ড

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সদরঘাট এলাকার কদমতলীতে এক ব্যক্তিকে অবৈধ ঔষুধ উৎপাদন করে বিক্রির অপরাধে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

এসময়  তার গোডাউন থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক এবং বিভিন্ন রকম ঔষধ সিরাপ, ট্যাবলেট ও পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। একই সাথে এসব অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ দণ্ড দেন।  র‌্যাব ও ওষুধ প্রশাসনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ঔষধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ‘অবৈধভাবে ওষুধ তৈরি করে বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে আরো উপস্থিত ছিলেন র‌্যাবের সহকারি পুলিশ সুপার তারেক হাসান ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক কামরুল হাসান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।