অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কম্বল ও চাউল বিতরণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কম্বল ও চাউল বিতরণ

পোস্টকার্ড ( সীতাকুন্ড ) প্রতিনিধি ।।

সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও চাউল বিতরণ করা হয়।

আজ সোমবার (২৫নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে, প্রত্যেক পরিবারকে ০২ টি কম্বল ও ১৩ কেজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।

এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত রবিবার (২৪ নভেম্বর) মুরাদপুর ইউনিয়নের বশরতনগর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি পরিবারের তেরোটি বসতঘর ও নগদ টাকাসহ যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।

এতে অন্তত ৭০-৮০ লাখ টাকা মত ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত তিনটার সময় অগ্নিকাণ্ডের ঘটনার খবর শুনলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিশ্চিত করে বলতে পারেনি।