মিরসরাইয়ে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

মিরসরাইয়ে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
মিরসরাইয়ে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি ।।  

পিআইবি’র আয়োজনে মিরসরাই প্রেসক্লাবের সহযোগীতায় মিরসরাইয়ে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশ নেয় মিরসরাই ও সীতাকুন্ড উপজেলার কর্মরত ৩৪ জন সংবাদকর্মী।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

এছাড়া এনায়েত হোসন মিঠুন সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবি’র সমন্বয়ক জিলাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবে সভাপতি নুরুল আলম, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সমকাল এর মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, সীতাকুন্ড প্রেসক্লাবের সহসভাপতি জহির উদ্দিন, নাছির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মিরসরাই প্রেসক্লাবের তিন মাসব্যাপী ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক কর্মসূচীর অনুষ্ঠানের লোগো উম্মোচন করা হয়।