বিশ্ব আজ ‘বেঁচে’ যেত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য চীন গোপন না করলে: ট্রাম্প

বিশ্ব আজ ‘বেঁচে’ যেত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য চীন গোপন না করলে: ট্রাম্প
বিশ্ব আজ ‘বেঁচে’ যেত চীন গোপন না করলে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।।

চীন ‘খুবই গোপন’ রেখেছিল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য। বিশ্বব্যাপী মহামারী নিয়ে এভাবেই বেইজিংকে ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, আসন্ন সঙ্কট নিয়ে চীন যদি ‘আগাম সতর্কতা’ দিত, তাহলে আমেরিকা ও গোটা বিশ্ব আরও ভালোভাবে প্রস্তুত হতে পারত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস সমস্যা জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে কোনও তথ্যই ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। চীনের কোনও উপকার হচ্ছে না। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। নরক হয়েছে চীন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-র সঙ্গে আমার কথা হয়েছে। এটুকুই বলব যে, তারা আমাদের আগে জানাতে পারত।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে করোনার বিস্ফোরণ ঘটেছে। এখন পর্যন্ত সেদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬,২২৭ জন। মারা গেছে ৫৮৭ জন।

চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। মারণ এই করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৭ হাজার ২২৪ জনের। মোট আক্রান্ত প্রায় ৪ লাখে পৌঁছে গেছে (৩ লাখ ৯৬ হাজার ৩৫ জন)।