করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৫১৬

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৫১৬
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৫১৬

More1
আন্তর্জাতিক ডেস্ক ।।

বিশ্ব জুড়ে মহামারীর আকার নেওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১৬ জনে।  একই সঙ্গে আক্রান্তের সংখ্যা  ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন ছাড়িয়েছে। প্রথম দিকে চীনে আক্রান্তের এবং মৃত্যুর হার বেশি থাকলেও বর্তমানে ইতালিতে আক্রান্তের এবং মৃত্যুর হার চীনকেও ছাড়িয়েছে।  সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ এবং মারা গেছে ১ হাজার ৮০৯ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৯০।

এজন্য সমগ্র ইতালিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। যাতায়াত এবং ঘরের বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ১ হাজার ৮০৯ জনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৫৭টি  দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।