চট্টগ্রাম রেফারি সমিতির কার্যালয়ে পুলিশের হানা, ৭ লক্ষ টাকাসহ আটক ১৯

চট্টগ্রাম রেফারি সমিতির কার্যালয়ে পুলিশের হানা, ৭ লক্ষ টাকাসহ আটক ১৯
চট্টগ্রাম রেফারি সমিতির কার্যালয়ে পুলিশের হানা, আটক ১৯

ক্রীড়া ডেস্ক ।।

‘জুয়া চলছে’- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির (চফুখেস) কার্যালয়ে অতর্কিতে হানা দেয় কোতোয়ালী থানা ও ডিবির একদল পুলিশ।

এসময় ৭ লক্ষাধিক টাকাসহ ১৯ জনকে আটক করে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানান, এ সময় সমিতি কার্যালয়ে অবস্থানরতদেরকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে কোতোয়ালী থানায় যোগাযোগ করা হলে বলা হয়, আটককৃতদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই চলছে। তবে কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন, মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মো. মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসীম উদ্দীন (৩৮), মো. রুবেল উদ্দীন (৩২) এবং এমরান উদ্দীন (৫০)।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক আবদুর হান্নান মিরণ বলেন, এখন প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিদিন প্রায় অর্ধশতাধিক রেফারি বিভিন্ন ভেন্যুতে পাঠাতে হয়। যেসব রেফারির বাড়ি বেশি দূরে তারা রাতে সমিতির অফিসেই থেকে যান। এসব রেফারি এবং সমিতির পিয়নের কয়েকজন বন্ধু ছিলেন এ সময়। তারা কোনও অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন না। আমি তখন মাঠে অ্যাকাডেমির অনুশীলনে ব্যস্ত ছিলাম। একটি কুচক্রী মহল ঈর্ষাপরায়ণ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে ফাঁসানোর অপচেষ্টা করছে।

এদিকে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতিতে জুয়ার অভিযোগ এবং পুলিশি অভিযানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চফুখেস অফিসের বরাদ্দদানকারী কর্তৃপক্ষ বা অভিভাবক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে রাতেই চফুখেস অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, দুই যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, দিদারুল আলম ও মহসিন কাজী। তাদেরকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেফারি সমিতির কার্যালয় তালাবদ্ধই থাকবে বলে জানানো হয়েছে সিজেকেএস’র পক্ষ থেকে।