সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেলেন, আজ গণশুনানি

সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেলেন, আজ গণশুনানি

কক্সবাজার সংবাদদাতা ।।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনা তদন্তে প্রতক্ষ্যদর্শীদের নিয়ে গণশুনানির আয়োজন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনা তদন্তে আজ রবিবার থেকে প্রত্যক্ষদর্শীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গণশুনানির আয়োজন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

এরআগে এই বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, শামলাপুরের রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।

পরে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ  নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের মামলার তদন্তকারি কর্মকর্তার নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ২ টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের সহকারি পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের এই দল। প্রায় এক ঘন্টার বেশী ঘটনাস্থলে অবস্থান করে র‌্যাবের তদন্তকারি দলটি স্থানীয় বেশ কয়েকজন লোকের সঙ্গে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, পরিদর্শনকালে তদন্তকারি দলটি ঘটনাস্থলে ঘুরে ঘুরে দেখেন এবং নানা তথ্য সংগ্রহ করেন। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে তদন্তকারি দলটি ঘটনাস্থল থেকে ফিরে আসেন।