সীতাকুন্ডের ফৌজদারহাট বিআইটিআইডি’তে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

সীতাকুন্ডের ফৌজদারহাট বিআইটিআইডি’তে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

সীতাকুন্ড প্রতিনিধি।।

সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ)  রাত নয়টার দিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার সকালে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে তার শরীরে কোভিড-১৯ বা করোনাভাইরাসের কোন সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সকালে ভর্তি হওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু তার রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। রিপোর্ট আসলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
এদিকে, মৃত্যু হওয়া ওই নারী বিভিন্ন সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমকে) হাসপাতালে চিকিৎসা ছিল বলে জানিয়েছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী। তিনি বলেন, ‘ওই নারী শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এসব সমস্যা নিয়ে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। সেখান থেকে মঙ্গলবার সকালে বিআইটিআইডিতে পাঠানো হয়। এরমধ্যেই রাতে তার মৃত্যু হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার পরীক্ষা করা হবে।’