সীতাকুন্ডের বিভিন্ন এলাকার কথিত লকডাউন বন্ধের নির্দেশ

সীতাকুন্ডের বিভিন্ন এলাকার কথিত লকডাউন বন্ধের নির্দেশ

পোস্টকার্ড ডেস্ক ।। 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকার পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় লকডাউনের নামে হয়রানি বন্ধের নির্দেশনা দিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। 

শনিবার (১১ এপ্রিল) সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন ।

গণবিজ্ঞপ্তিতে তিনি জানান,উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত ব্যক্তিগত উদ্যোগে পৌরসভা/ ইউনিয়ন পর্যায়ে বাড়ি/ রাস্তা লকডাউন না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

মিল্টন রায় পোস্টকার্ডবিডি.কমকে বলেন, কোনো এলাকা বা বাড়ি লকডাউনের এখতিয়ার শুধুমাত্র উপজেলা প্রশাসনের। কিন্তু প্রশাসনের নির্দেশনা ছাড়াই বিভিন্ন এলাকায় স্থানীয় কিছু যুবক ও কিশোর অতিউৎসাহী হয়ে অলিগলিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি বলেন, বাঁশ-বেড়া দিয়ে স্বাভাবিক চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে কোথাও কোথাও আর্থিক লেনদেনের অভিযোগও পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘লকডাউনের নামে বিভিন্ন এলাকার গলির ভেতরে চলছে জমজমাট ব্যবসা ও অবাধ চলাফেরা। দোকানিদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়ারও অভিযোগ এসেছে। কোনো কোনো এলাকায় গলির মুখে রাস্তা বন্ধ করার কারণে জরুরি মুহূর্তে কোনো গাড়ি ঢোকারও সুযোগ রাখেনি তারা। যেমন এম্বুলেন্স , ত্রানের গাড়ী, ঔষধের গাড়ী, পানির গাড়ী ,স্থানীয় ব্যবসায়ীদের মালামাল আনানেওয়ার গাড়ী ইত্যাদী । আমরা ইতিমধ্যে অনতিবিলম্বে এসব সরিয়ে নিতে সকলের প্রতি নির্দেশনা দিয়েছি। এই নির্দেশনা না মানলে জড়িতদের খুঁজে বের করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।