সীতাকুণ্ডের সোনাইছড়ির আওয়ামীলীগ নেতা ইসমাইল ১৪০০ পরিবারের পাশে ভালবাসার থলে নিয়ে

সীতাকুণ্ডের সোনাইছড়ির আওয়ামীলীগ নেতা ইসমাইল ১৪০০ পরিবারের পাশে ভালবাসার থলে নিয়ে

মোহাম্মদ আলাউদ্দীন ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি। আজ নিজ উদ্যোগে ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬,৭,৮নং ওর্য়াডে ১৪শ গরীব দুস্হ অসহায় পরিবারের মাখে ভালবাসার তলে নিয়ে হাজির হয়েছেন।তিনি ৭নং ওর্য়াড আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ঈসমাইল হোসেন। দেশে ভয়াবহ দূর্যোগ করোনায় আতংকিত সাধারণ জনগন। তারমধ্যে সরকারী বিধিনিষেধ এ পড়ে কর্মহারা হয়ে পড়েছে মানুষ।বন্ধ কলকারখানা,গাড়ি বন্ধ সব মিলিয়ে দূর্বিসহ জীবন কাটছে সকলের।লকডাউন,সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের কঠোর আইন প্রয়োগ চলছে।সরকার ও প্রশাসন খাবার সামগ্রী বিতরণ করছে।কিন্তু বিপুল জনসংখ্যার দেশে শুধুমাত্র সরকার একার পক্ষে সম্ভব নয় মহামারি মোকাবিলা করা। সীতাকুণ্ডে ইতিমধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন শিল্পপতি ও যুবসমাজ এগিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় আজ সোনাইছড়ি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ১৪ শত কর্মহীন দরীদ্র,দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারের জন্য খাবার সামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ঈসমাইল হোসেন।

এ বিষয়ে ঈসমাইল হোসেন কে বলেন,১৪শ ঘরে খাবার সামগ্রী পাঠিয়ে খুবই ভালো লাগছে,সামাজিক দায়বদ্ধতা হতে করোনায় কর্মহীনদের জন্য কিছু করার প্রয়াস। ভবিষ্যতে আরো বড় করে কিছু করার চিন্তা আছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সকলের এগিয়ে আসা উচিৎ। এই ভালবাসার তেলের মধ্যে ছিল চাউল ৬ কেজি আলু ৩ কেজি,ডাল ২ কেজি,সোয়াবিন২ লিটার,লবন ১ কেজি। এলাকার মানুষ এসব ত্রান সামগ্রী পেয়ে সকলেই ঈসমাইল হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।