সীতাকুণ্ডের পাহাড় থেকে বাগান মালিকের লাশ উদ্ধার , শরীরে আঘাতের চিহৃ

সীতাকুণ্ডের পাহাড় থেকে বাগান মালিকের লাশ উদ্ধার , শরীরে আঘাতের চিহৃ
সীতাকুণ্ডের পাহাড় থেকে বাগান মালিকের লাশ উদ্ধার , শরীরে আঘাতের চিহৃ

নিউজ ডেস্ক।।

সীতাকুণ্ডের গহীন পাহাড় থেকে মো. এরশাদ (৪২) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া থেকে তিন কিলোমিটার দূরে পাহাড়ের নিজের কলাবাগান থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

নিহত এরশাদ নতুনপাড়া এলাকার নুর বক্সের পুত্র। পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নায়হানুল বারী ও সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ। তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহতের লাশের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ওসি তোফায়েল আহমেদ জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তার দুই হাত ও দুইপা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে লোহার রোড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

নিহতের পরিবারসূত্রে জানা যায় , প্রতিদিনের মত গতকাল সকালে এরশাদ পাহাড়ে চলে যায়। বিকালে খবর পাই, তাকে সেখানে খুন করা হয়েছে। তবে তার সাথে কারো কোনো বিরোধ ছিল না।

ওসি তোফায়েল আহমেদ জানান, নিহত ব্যক্তির নামে সীতাকুণ্ড থানায় মাদক কারবার ও অপহরণের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদক কারবার নিয়ে ওই বাগানে একটি সন্ত্রাসী গ্রুপ ছিল। ওই সন্ত্রাসী গ্রুপের সাথে মতবিরোধের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। তারপরও হত্যার সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে সলিমপুর ইউনিয়নের সাঙ্গু রোডে নুর নবী নামের তেলের ডিপোর এক পাহারাদারকে খুন করে তারই রুমমেট নুর মোহাম্মদ নামের এক তরুণ। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের ছেলের দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি নুর মোহাম্মদ ।

খালেদ / পোস্টকার্ড ;