সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে বিক্ষোভ করতে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়লেন ৬৩ জন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে বিক্ষোভ করতে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়লেন ৬৩ জন
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে বিক্ষোভ করতে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়লেন ৬৩ জন

পোস্টকার্ড নিউজ ।।

রবিবার (১২ সেপ্টেম্বর) সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হওয়ার কথা । সে সময় বিক্ষোভ করতে ঢাকায় যাওয়ার পথে দুটি বাস থেকে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, উপজেলার আলীনগরে চলমান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের বৈঠকের সময় বিক্ষোভ প্রদর্শন করতে তারা ঢাকায় যাচ্ছিল।

শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও প্রশাসনের উপর হামলার ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। আটকদের অনেকেই এসব মামলার আসামি। তাদের মধ্যে ঐসব মামলার কারা আছে, তা যাচাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে বিক্ষোভকারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা গোপন সূত্রে খবর পাই। পরে পুলিশ ওই বাসের ৬৩ জন যাত্রীকে আটক করে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে ৩ হাজার এক’শ একর সরকারি পাহাড় অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে রবিবার (১২ সেপ্টেম্বর) সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই এলাকায় প্রথম দফায় ২ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ৪০০ পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইতোমধ্যে সেখানে অবৈধ দখলদারদের কবলে থাকা ৭’শ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পর আলীনগরের ৩ হাজারের বেশি বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ ৭টি মামলা করে।

খালেদ / পোস্টকার্ড ;