সীতাকুণ্ডের করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন ফ্রিতে রিফিল করে দেওয়ার ঘোষনা দিলেন দিদারুল আলম এমপি

সীতাকুণ্ডের করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন ফ্রিতে রিফিল করে দেওয়ার ঘোষনা দিলেন দিদারুল আলম এমপি

মোঃ আলাউদ্দীন, পোস্টকার্ডবিডি.কম ।।

প্রাণঘাতী করোনা মহামারিতে জনগনের মাঝে অব্যহত খাদ্য বিতরনের পর কখনো রুোগী পরিবহনের জন্য এম্বুলেন্স কখনো নির্বাচনী এলাকার মানুষ নিরাপদে থেকে করোনা সেম্পল কালেকশন এর জন্য আধুনিক বুথ, সর্বশেষ আজকে বিনামূল্যে  অক্সিজেন রিফিল করে দেওয়ার ঘোষনা দিলেন আলহাজ্ব দিদারুল আলম এম পি । 

সীতাকুণ্ডবাসীর করোনাভাইরাস সংক্রমণজনিত শ্বাসকষ্ট থেকে জীবন রক্ষায় বিনামূল্যে সিলিন্ডার ভর্তি অক্সিজেন রিফিল করে দেবে আলহাজ্ব দিদারুল আলম এমপির পারিবারিক প্রতিষ্ঠান  গোল্ডেন অক্সিজেন ও বারআঊলিয়া ফুল তলাস্হ জিরি সুবেদার অক্সিজেন। এতটুকু অক্সিজন এর জন্য  চট্টগ্রামে রোগীরা বেসরকারী ক্লিনিক গুলোর দুয়ারে দুয়ারে ঘুরে একটু অক্সিজেন পাচ্ছেন না এমনি এক মুহুর্তে সীতাকুণ্ডের এমপি আলহাজ্ব দিদারুল আলম এর এমন মহতি উদ্দ্যোগ দেখে অনেকেরই মনে সাহস সঞ্চারিত হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, মানবতার সেবা করা সবার কপালে থাকেনা মহান রাব্বুল আল-আমিন আমাকে মানুষের খেদমত করতে পাঠিয়েছেন বলে করতে পারছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন মানুষের সেবা করতে থাকব।

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা রোগিদের সহায়তার উদ্দেশ্যে আমাদের কারখানা থেকে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেব। তবে সেক্ষেত্রে রোগিদেরকে খালি বোতলের ব্যবস্থা করতে হবে। কারণ, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে অক্সিজেনের বোতলের সংকট আছে। তিনি বলেন, কারো প্রয়োজনে যতগুলো বোতল লাগে তত পরিমান অক্সিজেন আমরা দেব। তাই রোগিদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা চাই সীতাকুণ্ড বা চট্টগ্রামের কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান।