সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্টিল মিল কর্মকর্তাসহ নিহত ৩

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্টিল মিল কর্মকর্তাসহ নিহত ৩
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্টিল মিল কর্মকর্তাসহ নিহত ৩

সীতাকুণ্ড প্রতিনিধি।।

পৃথক সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডে স্টিল মিল কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাতে কুমিরায় এবং গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ও শীতলপুরে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বেলা ২টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন জাবেদ চৌধুরী (৩৪)। তিনি শীতলপুর স্টিল রি-রোলিং মিলসের কর্মকর্তা ও নগরীর ফিরিঙ্গিবাজারের জানে আলম দোভাষ বাড়ির মুছা আহম্মদ চৌধুরীর পুত্র।

পুলিশ ও মিলের উৎপাদন ব্যবস্থাপক শাহিনুর আলম জানায়, ঢাকামুখী হানিফ পরিবহনের বাস ও সীতাকুণ্ডগামী একটি লেগুনা পাল্লা দিয়ে চলছিল। এ সময় জাবেদ চৌধুরী মোটর সাইকেল নিয়ে দুটি গাড়ির মাঝে ঢুকে পড়েন। পরে লেগুনার সঙ্গে ধাক্কা লেগে তার মোটর সাইকেলটি সড়কের উপর পড়ে গেলে হানিফ পরিবহনের বাসের পেছনের চাকা তার শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এর আগে রোববার রাত ১টার দিকে কুমিরা বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে আরেকটি লরী ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার (অজ্ঞাত) নিহত হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে পুলিশকে হস্তান্তর করে।

এছাড়া সোনাইছড়ি এমপিঘাটা এলাকায় সংঘটিত অপর ঘটনায় গতকাল বেলা ২টার দিকে দুটি মাইক্রোবাস ও থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষে মাহিন্দ্রার চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম জানা যায়নি।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তিনটি লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়িগুলো আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।