সীতাকুণ্ডে জিপিএইচের ট্রাকের চাপায় এক নিরাপত্তাকর্মী নিহত ও আহত ১

সীতাকুণ্ডে জিপিএইচের ট্রাকের চাপায় এক নিরাপত্তাকর্মী নিহত ও আহত ১
সীতাকুণ্ডে জিপিএইচের ট্রাকের চাপায় এক নিরাপত্তাকর্মী নিহত ও আহত ১

পোস্টকার্ড নিউজ।।

সীতাকুণ্ডে ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপিএইচের নিজস্ব পরিবহনের একটি ট্রাকের চাপায় নিজেদেরই এক নিরাপত্তাকর্মী মারা গেছে । একই ঘটনায় মিল্লাত হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটস্থ জিপিএইচ ইস্পাতের ওয়্যারহাউজে এ ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তাকর্মী বরণ কুমার চাকমা (৩০) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপমারা এলাকার শোভা চন্দ্রের ছেলে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানা ও শিল্প পুলিশের একাধিক টিম অবস্থান করছে।

এদিকে ঘটনার পরপর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জিপিএইচ ইস্পাতের ওই ওয়্যারহাউজের প্রবেশ গেইটে লাল ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। কোন সংবাদকর্মী এমনকি জিপিএইচের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদেরকেও প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নিরাপত্তাকর্মীসহ জিপিএইচের যে কয়েকজন কর্মকর্তার সাথে এ প্রতিবেদকের সঙ্গে দেয়া হয়েছে তারা কেউ মুখ খুলছেন না। তাদের সবার একই বক্তব্য, আমরা কেউ কিছু দেখিনি, আমাদের কিছুই জানা নেই।

জানা যায়, দুপুর ঠিক ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের ওয়্যারহাউজে একটি ট্রাক (চট্টমেট্টো-উ-১১০৮৩৯) দ্রুত গতিতে ওয়্যারহাউজের গেইট ভেঙে ঢুকে পড়ে। এসময় গেইটে দায়িত্বে থাকা বরণ কুমার চাকমা ও মিল্লাত হোসেনকে পিষে ৫০ মিটার দূরে নিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই বরণ কুমার চাকমা মারা যান। অপরদিকে মিল্লাত হোসেনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা মিল্লাত হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

এরপর থেকে ওয়্যারহাউজের গেইট ত্রিপল দিয়ে ডেকে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বাইরে সীতাকুণ্ড থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক টিম অবস্থান করছে।

ঘটনাস্থলে গেলে মো. আব্দুল আউয়াল নামে একজন নিরাপত্তাকর্মী বলেন, বরণ কুমার চাকমা ৬টা থেকে ২টার ডিউটিতে ছিলেন। তার সাথে ছিলেন মিল্লাত হোসেন। ট্রাকটি তাদের দুজনকে পিষে দিয়েছে। বরণের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মিল্লাতকে হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটির চালক বা হেলপারকে আমরা দেখিনি।

জানতে চাইলে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমণ বণিক বলেন, ট্রাকচাপায় একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। মিল্লাত হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।

সাংবাদিকদের ভেতরে প্রবেশ নিষেধ করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের জানা নেই। তাদের কারখানা তারাই ভালো জানে।

এ বিষয়ে জানতে জিপিএইচ ইস্পাতের ডিএমডি আলমাস শিমুলকে কল করা হলে ফোন রিসিভ করেন তার পিএ। তিনি বলেন, স্যার একটু মিটিংয়ে আছেন।

খালেদ / পোস্টকার্ড;