সীতাকুণ্ডে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সীতাকুণ্ডে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
সীতাকুণ্ডে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বড় দারোগাহাটে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সাধারণ জনগণের চলাচলের রাস্তা বাংলাদেশ সি রোড বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগাহাট বাজারে গতকাল বুধবার এ মানববন্ধন ও সমাবেশে স্থানীয় জনগণসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বারৈয়াঢালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, বড় দারোগারহাট আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বাহার, সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দে, বড় দারোগাহাট সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. সফিকুল কাদের, বড় দারোগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাম্পা রানী সাহা, বড় দারোগারহাট জে কে শিশু নিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শত বছরের পুরানো বাংলাদেশ সি রোড নামের রাস্তাটি বন্ধ করে দেয়ায় বারৈয়াঢালা ইউনিয়নের বিশেষ করে ৪নং, ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় ৩০ হাজার বাসিন্দা বিপাকে পড়েছেন। ইতোমধ্যে সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ এলাকার জনগণের দৈনন্দিন কার্যক্রম ও চলাফেরা বন্ধ হয়ে গেছে।

বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বড় দারোগাহাট এলাকায় ওজন পরিমাপের জন্য স্থাপিত স্কেলের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে। এক পর্যায়ে বড় দারোগাহাট বাজারের পূর্ব পাশে দশটি গ্রামের ৩০ হাজারের বেশি মানুষের চলাচলের জন্য শত বছরের পুরানো বাংলাদেশ সি রোডটি বন্ধ করে দেয়া হয়েছে। বিকল্প সড়ক তৈরি না করে জনগণের চলাচলের সড়কটি বন্ধ করে দেয়ায় এলাকার হাজার হাজার মানুষ জিম্মি হয়ে পড়ছে।

সমাবেশ থেকে বিকল্প রাস্তা নির্মাণ না করা পর্যন্ত জনগণের চলাচলের রাস্তা খুলে দেয়ার দাবি জানানো হয়। বিষয়টি দ্রæত সুরাহা করতে বক্তারা প্রধানমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, বড় দারোগাহাটের প্রায় পুরো অংশটুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থিত। বাজারের পূর্ব পাশে হাজার হাজার মানুষের বসবাস এবং বাংলাদেশ সি রোডের অবস্থান। যার দৈর্ঘ্য বারৈয়াঢালা থেকে পশ্চিমে সাগরপাড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার। সড়ক বন্ধ হওয়া বাজারের পূর্বপাশে একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি নুরানী মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর পশ্চিম পাশে দুইটি মসজিদ, একটি দাখিল মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে।

বাংলাদেশ সি রোড (রাস্তা) বন্ধের বিষয়ে মানববন্ধনের আগে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, রাস্তা ও সড়ক রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে রাস্তা দিয়ে চলাচল করা মানুষের মৌলিক অধিকার। আমরা অবগত ছিলাম না, এখন হয়েছি। আর এই মৌলিক অধিকার কখনো খর্ব করবো না। মানববন্ধনের পর জানতে চাইলে তিনি বলেন, শুনেছি স্থানীয় জনতা ও স্কুলের ছাত্র/ছাত্রীরা জমায়েত হয়ে মানববন্ধন করেছে। যেহেতু আমি আগেই বলে দিয়েছি আপনাদের (সাংবাদিক) চলাচলের রাস্তা রেখে লোড এক্সেল তার সংস্কার কাজ করবে। সেখানে আর কোন কথা ও কর্মসূচির তো দরকার ছিল না।

খালেদ / পোস্টকার্ড ;