সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের কার্যালয় উদ্বোধন

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের কার্যালয় উদ্বোধন
সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের কার্যালয় উদ্বোধন

পোস্টকার্ড নিউজ ।। 

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকালে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সীতাকুণ্ড পৌর শহরের ইসলামীয়া মার্কেটস্থ ওই কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির আহব্বায়ক সাংবাদিক ইউসুফ খান। এসময় আরও উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ। 

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু, সময়ের আলোর প্রতিনিধি খালেদ মেজবাহ উদ্দিন, বিজয় টেলিভিশনের কামরুজ্জামান কামরুল, দৈনিক যুগান্তরের পাহাড়তলী প্রতিনিধি কবির শাহ দুলাল, বিজনেস বাংলাদেশের ফারহান সিদ্দিক, চট্টগ্রাম বুলেটিনের সম্পাদকীয় পরামর্শক রিমন আল ফাহাদ, দৈনিক আমার বার্তার জয়নাল আবেদীন, দৈনিক তৃতীয় মাত্রার মামুনুর রশীদ মাহিন, দৈনিক আজকালের খবরের ইমাম হোসেন ইমন, এশিয়ান টিভির রেজাউল ইসলাম পলাশ, সরেজমিন বার্তার মোঃ আব্দুল মামুন, বাংলাদেশ সমাচারের মোঃ মহিউদ্দিন, ঢাকা টাইমসের শেখ নাদিম, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার এ কে অপু, অজয় নাল্টু পাল, সাংবাদিক সাজ্জদ হোসাইন, বিজয় টিভির ক্যামেরাপার্সন মোঃ মামুন, ভোরের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আওরঙ্গজেব চৌধুরী রাজু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী আহব্বায়ক মুজিবুর রহমান, পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ভোরের কাগজের পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক সাংবাদিক ইউসুফ খান বলেন, সকল বাধা-বিপত্তিকে ডিঙিয়ে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব শুভ যাত্রা শুরু করেছে। সীতাকুণ্ডের বুকে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। যেখানেই অনিয়ম-দুর্নীতির খবর পাওয়া যাবে সেখানেই রিপোর্টার্স ক্লাব কলম নিয়ে হাজির হবে। কারো সাথে রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক সম্পর্ক সাংবাদিকদের লেখা থেকে বিরত রাখতে পারবে না৷ আমরা সীতাকুণ্ডে সাংবাদিকতায় একটি পরিবর্তন আনতে চাই। যারা তোষামোদি আর পদলেহনে ব্যস্ত তাদেরকে মেসেজে দিতে চায় সাংবাদিকতা সম্পূর্ণ স্বাধীন পেশা। এখানে নেই বন্ধুত্ব, নেই কোন সম্পর্ক, নেই কোন আত্মীয়-স্বজন। অনিয়মের সাথে জড়িত যেই হোক তার নামে সংবাদ প্রকাশ করা হবে। আমরা সম্পর্ককে একটি আলাদা জায়গায় রেখে সাংবাদিকতার মতো মহান পেশাকে সমুন্নত রাখতে চায়। সীতাকুণ্ডবাসীর সহযোগিতা কামনা করেন তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;