সীতাকুণ্ডে ট্যাক্সি ও থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান, আটক ৮০টি 

সীতাকুণ্ডে ট্যাক্সি ও থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান, আটক ৮০টি 
সীতাকুণ্ডে ট্যাক্সি ও থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান, আটক ৮০টি 

পোস্টকার্ড নিউজ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্যাক্সি ও থ্রি হুইলারের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এই অভিযানে মঙ্গলবার ৮টি ট্যাক্সি ও থ্রি হুইলার আটক হয়েছে। একইভাবে গত তিন সপ্তাহের টানা অভিযানে আটক হয়েছে মোট ৮০টি ট্যাক্সি ও থ্রি হুইলার। প্রত্যেকটি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ।

কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ ট্যাক্সি ও থ্রি হুইলার চলাচল বন্ধে সাড়াশি অভিযান শুরু করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। তারা তাদের অংশ মিরসরাইয়ের নিজামপুর থেকে সীতাকুণ্ড বাইপাস সড়ক পর্যন্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ট্যাক্সি ও থ্রি হুইলার আটক করছে। এভাবে গতকাল মঙ্গলবার আটক করেছে ৮টি। এর আগে সোমবার তারা আটক করেছে ১৫টি। এভাবে গত নভেম্বর থেকে তিন সপ্তাহে মোট ৮০টি সিএনজি ট্যাক্সি ও থ্রি হুইলার আটক করেছে।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন জানান, মহাসড়কে অবৈধ ট্যাক্সি ও থ্রি হুইলার চলাচল করতে দেখলেই আটক করে মামলা দেয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ৮০টি ট্যাক্সি ও থ্রি হুইলারে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;