সীতাকুণ্ডে কারেন্ট জাল ধ্বংস, লাইসেন্সবিহীন মৎসখাদ্য বিক্রির দায়ে ২ দোকানিকে জরিমানা

সীতাকুণ্ডে কারেন্ট জাল ধ্বংস, লাইসেন্সবিহীন মৎসখাদ্য বিক্রির দায়ে ২ দোকানিকে জরিমানা
সীতাকুণ্ডে কারেন্ট জাল ধ্বংস, লাইসেন্সবিহীন মৎসখাদ্য বিক্রির দায়ে ২ দোকানিকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি।।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পালিত হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’। এরই জেরে মঙ্গলবার সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের এক অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংসসহ ২ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সীতাকুণ্ড পৌর সদর ও কুমিরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ছাড়াও সীতাকুণ্ড থানা পুলিশের এসআই রবিউল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে সীতাকুণ্ড পৌর সদরের নামার বাজার সড়কের মেসার্স সীতাকুণ্ড পোলট্রি ফিড সেন্টারের মালিক সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে বড় কুমিরা বাজারের বাবুল ষ্টোরের মালিক বাবুল দে-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

খালেদ / পোস্টকার্ড ;