ষষ্ঠ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, সব পুরস্কার বাংলাদেশের

ষষ্ঠ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, সব পুরস্কার বাংলাদেশের
ষষ্ঠ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, সব পুরস্কার বাংলাদেশের

পোস্টকার্ড নিউজ ।।

ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনাল ম্যাচে নেপালের দেয়া একমাত্র গোল ছাড়া পুরো টুর্নামেন্টে বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি। কেউ। অসাধারণ ভাবে পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফি, সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরষ্কারটিও জয় করে নিয়েছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পাশাপাশি বাংলাদেশের মেয়েরা জিতেছে 'ফেয়ার প্লে ট্রফি'। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। একই সঙ্গে ৮ গোল করে তিনি জয় করেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। শুধু গোলদাতা নয়, সেরা গোল রক্ষকের পুরষ্কারও বাংলাদেশের থলিতে। জয় করেছেন রূপনা চাকমা।

টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরে প্রতিপক্ষের জালে জড়িয়েছে ২৩টি গোল। পক্ষান্তরে হজম করতে হয়েছে একটি মাত্র গোল। ফাইনালে নেপালে এই গোলটি না করলে ২০১০ সালে ভারতের রেকর্ড ছুঁয়ে দিতো বাংলাদেশ।

খালেদ /পোস্টকার্ড ;