শিল্পায়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে: প্রধানমন্ত্রী 

শিল্পায়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে: প্রধানমন্ত্রী 

পোস্টকার্ড ডেস্ক ।।  

বংবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্পায়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি বেজা’র গভর্নিং বডির সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভূখন্ডে ছোট হলেও বাংলাদেশের জনসংখ্যা অনেক। তাই বিপুল জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই দেশের অবকাঠামো উন্নয়ন এগিয়ে নিতে হবে। এসময় কৃষিখাতের পাশাপাশি শিল্পায়নে মনোযোগী হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

নতুন শিল্প এলাকায় বিনিয়োগ বাড়াতে এসময় সংশ্লিষ্টদের নানা দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।