লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালকে শোকজ

লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালকে শোকজ
লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালকে শোকজ

পোস্টকার্ড ডেস্ক ।। 

চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অ্যাপোলো ইমপেরিয়াল নামে কার্যক্রম পরিচালনার দায়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন। তাছাড়া উক্ত নোটিশে আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে নাম পরিবর্তন সংক্রান্ত সকল অসঙ্গতি সংশোধন করে তা প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

রবিবার (৩ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত নোটিশে ইম্পেরিয়াল হাসপাতালকে সতর্ক করে বলা হয়, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নাম পরিবর্তন বিধি পরিপন্থী ও বিভ্রান্তিকর। যেহেতু চিকিৎসাসেবা একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু বিধিমতে নাম রেখে বিলবোর্ড, সাইনবোর্ড, বিজ্ঞাপন, অফিসিয়াল প্যাড, পত্র যোগাযোগ সর্বক্ষেত্রে লাইসেন্স অনুযায়ী কার্যক্রম পরিচালনা একান্ত অপরিহার্য ও বিধিসম্মত।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর হতে ইস্যুকৃত ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড নাম ছাড়া অন্য নাম যোজন বা বিয়োজন করে স্থাপিত বিলবোর্ড, সাইনবোর্ড, বিজ্ঞাপন, অফিসিয়াল প্যাড, পত্র যোগাযোগ ইত্যাদি অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড আগামী ১০ দিনের মধ্যে অপসারণ করে সংগতিবিহীন কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া গেলো।

একইসাথে সেবাগ্রহীতারা যেন প্রতারণা ও বিভ্রান্তিতে না পড়েন তাই জনস্বার্থে এ আদেশ প্রতিপালন করার নির্দেশ দেওয়া হয় ইম্পেরিয়াল হাসপাতাল কর্তপক্ষকে। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, একজন সেবাগ্রহীতা আমাদের কাছে অভিযোগ করেন যে, হাসপাতালটি ভারতের একটি হাসপাতালের নামে পরিচালিত হয় অথচ এ বিষয়টি আমরা জানিনা। তাছাড়া সেখানে কোন বিদেশি চিকিৎসক থাকলে তাদের বিএমডিসির তালিকাভুক্ত হতে হবে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;