রোগীদের সচেতনতার লক্ষ্যে তিনদিনব্যাপী আজ ডায়াবেটিক মেলা শুরু

রোগীদের সচেতনতার লক্ষ্যে তিনদিনব্যাপী  আজ ডায়াবেটিক মেলা শুরু

পোস্টকার্ড প্রতিবেদন ।।

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে আজ থেকে ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে তিনদিনের ডায়াবেটিক মেলা আয়োজন করেছে ।

খুলশীস্থ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার এ মেলা শুরু হচ্ছে। সকালে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। অন্যদের মাঝে সমিতির সহ-সভাপতি এস এম শওকত হোসেন, আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য এস এম জাফর, অ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, অ্যাডভোকেট মো. আকতার হোসেন, মো. হাসান মুরাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর চৌধুরী বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে এটি ১০ম ডায়াবেটিক মেলা। এবার মেলার প্রতিপাদ্য ‘ইনসুলিন যার দরকার, ইনসুলিন তার অধিকার’। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই মেলা উৎসর্গ করা হয়েছে।

বর্তমানে বিশ্বে ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আক্রান্ত রোগীদের ৬৫% শহরে বাস করে। আর যাদের ওজন বেশি অর্থাৎ স্থুল তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২০ গুণ বেশি। যারা ধূমপায়ী তাদেরও ৬০% বেশি। প্রতি ৮ সেকেন্ডে ১ জন ডায়াবেটিসের জটিলতার কারণে মারা যাচ্ছে। শিশু ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে জানিয়ে জাহাঙ্গীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শিশু ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ মার্চ থেকে দেশের ৩৮টি জেলায় ডায়াবেটিক হাসপাতালে শিশু রোগীদের এই ফ্রি ইনসুলিন দেয়া হবে।

চট্টগ্রামে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে শিশু ডায়াবেটিক রোগীরা এই ফ্রি ইনসুলিন পাবে। এছাড়া কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালেও এই ফ্রি ইনসুলিন পাওয়া যাবে। অতীতের মতো এবারও মেলায় স্বনামধন্য ওষুধ, ইনসুলিন এবং খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করছে বলেও জানান অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। মেলার ২য় দিন শুক্রবার বিকাল ৩টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ডায়াবেটিস সচেতনতামূলক নাটক, মেরিট অ্যাওয়ার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার বেলা এগারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। চট্টগ্রাম ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।