ময়দায় বানানো 'সেকলো ' ক্যাপসুল উদ্ধার হাটহাজারীর আলম ফার্মেসি থেকে

ময়দায় বানানো 'সেকলো ' ক্যাপসুল উদ্ধার  হাটহাজারীর  আলম ফার্মেসি থেকে
ময়দায় বানানো 'সেকলো ' ক্যাপসুল উদ্ধার হাটহাজারীর আলম ফার্মেসি থেকে

হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারীতে ভেজাল ঔষদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন আজ (৫ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী পৌরসভায় আলম ফার্মেসিতে অভিযান চালিয়ে ২২৪ পাতা স্কয়ার ফার্মার বহুল ব্যবহৃত সেকলো নকল ক্যাপসুল জব্দ করেন৷

এ সময় গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার সরকারি ঔষধ পাওয়া গেছে।

রুহুল আমিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে দুই ফার্মেসি থেকে দুই ধরনের সেকলো কিনে বাসায় নিয়ে এসে পরীক্ষা করলাম। আসল সেকলোর দানাগুলো ছোট ছোট। ক্যাপসুলের গায়ে স্কয়ার লিখা দানাগুলো তেতো ধরনের স্বাদ। নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার সাইজ। ক্যাপসুলের গায়ে স্কয়ার লিখা নাই। দানাগুলোর স্বাদ ময়দার মতো।

অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে অভিযান সূত্রে জানা গেছে৷